আট বছর বয়সে নাচ দিয়ে নজর কেড়েছিলেন অবনীত কৌর। ছোট পর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার্স’-এ সেরা হতে না পারলেও দর্শককে মুগ্ধ করেছিল তাঁর নাচ ও অভিব্যক্তি। পরে অভিনয়ে এসে এখনো নিজের পায়ের নিচের মাটি শক্ত করতে পারেননি। তবে অবনীত আলোচনায় ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে নাম জড়িয়ে। শুরুর গল্পপাঞ্জাবের জলন্ধর থেকে মুম্বাইয়ের বিনোদন আঙিনায় নাচের মাধ্যমে পা রেখেছিলেন ছোট্ট অবনীত। একের পর এক টেলিধারাবাহিকে ক্রমাগত নিজেকে প্রমাণ করে চলেছেন। তাঁর ঝুলিতে রয়েছে বহু হিট ধারাবাহিক। ‘মর্দানি’, ‘করিব করিব সিঙ্গেল’-এর মতো ছবিতে ক্যামিও করেছেন তিনি। ‘টিকু ওয়েডস শেরু’ অবনীতের অভিনয়যাত্রাকে আরও আলোকিত করে। বিরাট-বিতর্কগত ৩০ এপ্রিল অবনীতের একটি ফ্যান পেজে সবুজ ক্রপ টপ ও প্রিন্টেড র্যাপ স্কার্টে তাঁর কিছু ছবি পোস্ট হয়। কিছুক্ষণের মধ্যেই দেখা যায়, বিরাট...