ভারতের নিকটতম প্রতিবেশীদের মধ্যে নেপাল তৃতীয় দেশ, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে সহিংস বিক্ষোভের পর সরকার পতন হয়েছে। সরকারবিরোধী বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘাতে ২০ জনের বেশি নিহত হওয়ার পর নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করেছেন। এই বিক্ষোভ উসকে দিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা এবং রাজনীতিবিদ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গত সোমবার মূলত রাজধানী কাঠমান্ডুতে হাজারো মানুষ বিশেষ করে তরুণেরা সড়কে নেমে আসেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে সোমবার ১৯ জন এবং পরদিন মঙ্গলবার অন্তত দুজন নিহত হন। বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন এবং বেশ কয়েকজন রাজনীতিবিদের বাড়ি ও দলীয় কার্যালয় ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে। নেপালজুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কাঠমান্ডুর এসব দৃশ্য অনেককেই গত বছর বাংলাদেশে এবং ২০২২...