১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম নানা টানাপোড়েনের পর অবশেষে নিরাপদে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নেপালে আটকে পড়া দলটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পা রাখে। দলের সদস্য, কোটিং স্টাফ ছাড়াও এই ফ্লাইটে ছিলেন বাংলাদেশ-নেপাল ম্যাচের খবর সংগ্রহ করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যমকর্মীরাও। কাঠমান্ডুর ক্রাইন ইম্পেরিয়াল হোটেল থেকে সকালে বিমানবন্দরে পৌঁছায় দল। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে চারটায় ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পা রাখেন ফুটবলাররা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল কাঠমান্ডু গিয়েছিল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে। তবে গত মঙ্গলবার নেপালে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ অগ্নিসংযোগ ও সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। বিক্ষোভকারীরা রাজনীতিবিদদের বাড়িঘরে ভাঙচুর চালান। সরকারি ভবন ও পার্লামেন্টে আগুন ধরিয়ে...