জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যালট পেপার ও ভোট গণনার মেশিন কেনার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাত্বি ছিল না বলে দাবি করেছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মওলানা ভাসানী হলে গণমাধ্যমকর্মীদের কাছে এ দাবি করেন তিনি।আরো পড়ুন:কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব: শিবিরের ভিপি প্রার্থীরাকসু নির্বাচন: শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটে সুজন চন্দ্র কিছু অসঙ্গতি আছে, ভোট সুষ্ঠু হলে জিতব: শিবিরের ভিপি প্রার্থী রাকসু নির্বাচন: শিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটে সুজন চন্দ্র এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জমান বলেন, “জামায়াত বা পছন্দের কোনো দলকে এই কাজ দেওয়া হয়নি। পাঁচটি প্রতিষ্ঠানের কাজ যাচাই করে সেখান থেকে কয়েকটি প্রতিষ্ঠানের নাম প্রস্তাব করা হয়েছে।” পরীক্ষায় ব্যালট পেপারের কোনো ত্রুটি ধরা...