বলিউডে ছবির পর্দায় কেবল সুন্দরী মুখ ও বিলাসবহুল পোশাক কেন, বরং প্রতিভা, বছরখানেকের ধারাবাহিকতা ও দর্শকের সঙ্গে যোগাযোগই তা নিশ্চিত করে যে একজন নায়িকা কতটা জনপ্রিয় ও সফল হতে পারবেন। ঐশ্বরিয়া রায় বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ এই চারজনের নাম এদিক থেকে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতামূলক। তাদের পাওয়ার পয়েন্টস, আই-হিট ছবিগুলোর ধরন এবং তারা আজ কোথায় দাঁড়িয়ে আছেন— অভিনয়ে সক্রিয় নাকি কিছুটা পিছিয়ে গেছেন? শুরু:মিস ওয়ার্ল্ড (Miss World) হওয়ার পর ৯০ দশকের শুরুতে বলিউডে প্রবেশ করেছিলেন। দ্রুত পর্দার নায়িকা এবং শৈশব থেকে সুন্দরী রূপের কারণে দর্শকের নজর কেড়েছিলেন তিনি। বড় হিট ছবি:দেবদাস, যোধা আকবর, Ponniyin Selvan: Part-I ও II ইত্যাদি নদীর মতো দর্শক ও লাভের দিক থেকে সফল ছবি। Ponniyin Selvan: Part-I মুক্তি পেয়েছে ২০২২ এ এবং...