১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৬ পিএম জেডেন সিলস ও উসামা মিরের বোলিং তোপে একশর আগেই গুটিয়ে গেল গায়ানা অ্যামাজন ওয়ারিওর্স। লক্ষ্য তাড়ায় ৩৬ রানেই ৫ উইকেট হারিয়ে বসা দলকে ক্ষচূত হতে দিলেন না আমির জাঙ্গু। লো স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর জয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি আসরে প্লেঅফে খেলা নিশ্চিত করল অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনস। গায়ানাকে বুধবার ৯৯ রানে গুটিয়ে ৪ উইকেটে জিতেছে ফ্যালকনস। দলের জয়ে সাকিব আল হাসানের অবদান ১ উইকেট ও ১ রান। স্কোরবোর্ড সহজ জয়ের কথা বললেও আদতে তেমনটা ছিল না। ছোট্ট লক্ষ্য তাড়ায় ১৯.১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে সাকিবদের। ২৪তম জন্মদিনে ১৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা ক্যারিবিয়ান পেসার সিলস। পাকিস্তানি লেগ স্পিনার উসামা ৩ উইকেট নেন ১৭ রানে। গায়ানার...