বিনোদন ডেস্কঃঅচেনা এক দেশ, দুর্গম লোকেশন। সেখানেই হঠাৎ দেখা গেছে অভিনেতা আফরান নিশোকে। সঙ্গে ছিলেন নির্মাতা রেদওয়ান রনি, প্রযোজক শাহরিয়ার শাকিল, শিল্পনির্দেশক শহীদুল ইসলাম এবং আরও কয়েকজন বিদেশি। প্রথম তিনজনের নাম একসঙ্গে এলে দর্শকদের মনে পড়ে যায় বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘দম’-এর কথা। তাহলে কি ‘দম’-এর টিম এখন কাজাখস্তানেই? বৃহস্পতিবার সকাল থেকে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেট–দুনিয়ায় । কারণ, রেদওয়ান রনি নিজেই তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রামে কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘দম-এর দম পরীক্ষা’। পোস্টে ব্যবহার করেছেন হ্যাশট্যাগ-#দমরেকি #কাজাখস্তান। বোঝাই যাচ্ছে, কাজাখস্তানেই চলছে সিনেমার লোকেশন রেকি। চ্যালেঞ্জিং লোকেশন, রোমহর্ষ গল্পনির্মাতা রনির শেয়ার করা ছবিগুলো দেখে অনুমান করা যাচ্ছে, প্রযোজক-নির্মাতা-শিল্পী মিলে লোকেশন যাচাই করছেন। জায়গা দেখে সহজেই বোঝা যায়, ‘দম’-এর দৃশ্য ধারণ হতে যাচ্ছে রোমহর্ষ ও চ্যালেঞ্জিং পরিবেশে। দীর্ঘ বিরতির পর...