১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পিএম শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস তৈরি ও সৃজনশীল চিন্তাভাবনায় আগ্রহী করতে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে লক্ষ্মীপুর ও ফেনীতে। এ বছর দেশজুড়ে ৩৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪০ হাজার বই বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে সম্প্রতি লক্ষ্মীপুর জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পৌর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, জিয়াউল হক হাই স্কুল অ্যান্ড কলেজ ও রামগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং ফেনী জেলার ফেনী পৌর বালিকা উচ্চ বিদ্যালয়, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, ফেনী গিরিশ-অক্ষয় একাডেমি, হলি ক্রিসেন্ট স্কুল এবং ফেনী সেন্ট্রাল হাই স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। লক্ষ্মীপুর টাউন হল ও ফেনীর জেলা শিল্পকলা একাডেমিতে...