পুঁজিবাজার ডেস্ক:সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর, ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৪০১ কোম্পানির মধ্যে ৫৪ কোম্পানির শেয়ারদর কমেছে। এদিন পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স সার্ভিসেসের শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমেছে। ফলে দরপতনের তালিকায় প্রথম স্থান দখল করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে এবং ১০ পয়সা বা ৫.২৬ শতাংশ শেয়ার দর কমে তৃতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড । এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর শেয়ারের সমাপনি দর ছিল:- আইসিবি ইসলামিক ব্যাংকের ২ টাকা ৩০ পয়সা, প্রাইম...