
টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার প্রতিনিধি টিম অংশ নেয়। আমেরিকান কংক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমসহ বিভিন্ন টিম অংশ নেয়। টোয়েন্টিফোর আওয়ার কংক্রিট কিউব কম্পিটিশনে বসুন্ধরা শুভসংঘ টিমের প্রতিনিধিত্ব করেন এ ই এম ফাহিম হাসান, মো. সাব্বির হোসেন রুপক এবং মো. শাফায়াত হোসেন। এসিআই ইউআইটিএস স্টুডেন্ট চ্যাপ্টারের এই ব্যতিক্রমী প্রতিযোগিতা আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সর্বনিম্ন খরচে শক্তিশালী কনক্রিট বানানো। প্রতিযোগীদের মধ্যে অপচয় রোধ এবং শক্তিশালী কংক্রিট নির্মাণে ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বসুন্ধরা শুভসংঘ টিমের লিডার ও ভাটারা থানা শাখার সাংগঠনিক সম্পাদক এইএম ফাহিম হাসান বলেন, কংক্রিট সিলিন্ডার কম্পিটিশনে অংশ নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি। দলগত সমন্বয় ও টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি, দ্রুত...