কয়েক দিন আগেই বলিউড সুপারাস্টার শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের নামে রাজস্থানের ভরতপুরে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়। এক নামী গাড়ি প্রস্তুতকারক সংস্থার হয়ে এই দুই তারকা এমন এক গাড়ির প্রচার করেন, যাতে প্রযুক্তিগত একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ।আপাতত ওই মামলায় আদালতে স্বস্তি পেলেন দুই তারকা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, স্থানীয় এক ব্যক্তি দুই অভিনেতার নাম উল্লেখ করে একটি এফআইআর করেছিলেন। ওই ব্যক্তির অভিযোগ, তার কেনা গাড়িতে বেশ কিছু সমস্যা ছিল। যে গাড়ির ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ ও দীপিকা। তাদের দেখেই নাকি ওই ব্র্যান্ডের গাড়ি কিনতে চেয়েছিলেন ওই ব্যক্তি। চলতি মাসের শুরুতে দায়ের করা এফআইআর-এ ওই ব্যক্তি দুই অভিনেতা এবং আরও ছয় জনের বিরুদ্ধে ‘ক্রেতাদের বিভ্রান্ত করার’ অভিযোগ করেন। পাল্টা শাহরুখ এবং দীপিকা দু’জনেই তাদের আইনি পরামর্শদাতাদের মাধ্যমে রাজস্থান হাইকোর্টে...