অ্যাপল জানিয়েছে, নতুন সব মডেলে এখন থেকে শুধু ই-সিম থাকবে, অর্থাৎ সিম কার্ড স্লট থাকবে না। ডিজাইনেও বড় পরিবর্তন আনা হয়েছে, যা গত কয়েক বছরে তাদের সবচেয়ে বড় অগ্রগতি। বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও নতুন চিপসেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে আইফোন ১৭। এতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেট ১২০ হার্জ প্রোমোশন এবং রেজোলিউশন ২৬২২ বাই ১২০৬ পিক্সেল। এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এ১৯ চিপসেট, যা পারফরম্যান্স এবং কার্যক্ষমতায় বেশ উন্নত। ক্যামেরায় রয়েছে দ্বিগুণ অপটিক্যাল জুম সুবিধাসহ টেলিফটো লেন্স। এছাড়া ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ডুয়াল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, যা ভিডিও কল এবং সেলফিতে ভালো মানের ছবি তুলতে সাহায্য করবে। আইফোন ১৭ ওয়াই-ফাই ৭, ব্লুটুথ...