বৃহস্পতিবার মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। অনিয়মের অভিযোগ তুলে জাকসু নির্বাচন বর্জন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় মওলানা ভাসানী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদল মনোনীত জিএস পদপ্রার্থী তানজিলা হোসেন বৈশাখী। এ সময় তার সঙ্গে ছাত্রদল মনোনীত অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।আরো পড়ুন:‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থীর ভোট বর্জনের ঘোষণানির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের ‘শংসপ্তক পর্ষদ’ এর জিএস প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলের বৈশাখী বলেন, “তাজউদ্দীন হলে আমাদের ঢুকতে দেয়নি।তালিকায় ভোটারদের ছবি নেই, ২১ নম্বর হলে মব সৃষ্টি করা হয়েছে। জাহানারা ইমাম হলে স্বতন্ত্র প্রার্থীর গায়ে হাত তোলা হয়েছে।” এই নির্বাচন নিরপেক্ষতা হারিয়েছে অভিযোগ করে বৈশাখী বলেন, “জামায়াত নেতার সরবরাহকৃত ওএমআর...