নেপালে নানা টানাপোড়েনের পর অবশেষে নিরাপদে দেশে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। হাভিয়ের কাবরেরার দলকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি বৃহস্পতিবারে বিকাল ৪টা ৪০ মিনিটে কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকারে অবতরন করেছে। দুটি প্রীতি ম্যাচ খেলতে নেপালে গিয়ে সেখানে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়ে বাংলাদেশ দল। সেখান থেকে ব্যাপক সহিংসতার খবর আসতে শুরু করলে কোচ, খেলোয়াড় ও স্টাফদের পরিবার দুশ্চিস্তায় পড়ে যায়। এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয় তাদেরকে দেশে ফিরিয়ে আনার। সেই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় সফলভাবে দলের সবাই নিরাপদে দেশে ফিরলেন। বাংলাদেশ-নেপাল ম্যাচের সংবাদ সংগ্রহের জন্য নেপালে যাওয়া সাংবাদিকরাও সেখানে আটকা পড়েছিলেন, তাদেরকেও একই ফ্লাইটে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ ফুটবল দল গত...