লেবাননে ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অস্ত্র কারখানায় হামলা করেছে ইসরায়েল। ভয়াবহ সেই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলার বিষয়টি ইসরায়েল নিশ্চিত করলেও এখনো সেখানে হামলা চলছে কি না তা নিশ্চিত করা হয়নি।আইডিএফ জানিয়েছে, তারা লেবাননে হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র স্থাপনা ও সন্ত্রাসী অবকাঠামোতে আঘাত করেছে। লেবাননের পূর্ব বেকা উপত্যকায় কারখানাটির অবস্থান। সেখানে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করে আইডিএফ বলেছে, এটি হিজবুল্লাহর একটি কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার। সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের লক্ষ্যে কারখানাটি তৈরি করা হয়েছে।আইডিএফ এর আগেও বেশ কয়েকবার এই স্থাপনাটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবুও সেখানে অস্ত্র উৎপাদন হচ্ছিল। দখলদারদের সামরিক বাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননের জারিয়ার শহরেও হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা করেছে। কারণ, সন্ত্রাসী অবকাঠামোর উপস্থিতি ইসরায়েল এবং লেবাননের...