বাংলাদেশে রাজনীতিবিদ ও সাধারণ মানুষ একসাথে মুখিয়ে রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে। ডিসেম্বর-মার্চের আগে নির্বাচন হওয়ার কথা থাকলেও ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন সম্প্রতি যা দেখালো — তা ছোট একটা ঘটনা নয়। এটি এক ধরনের রাজনৈতিক সূচক, যা দেশে কতটা পরিবর্তন হয়েছে তারই পরিমাপক হতে পারে। ডাকসু নির্বাচন ২০২৫-এর ফলাফল অনুযায়ী, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিপুল পদে জয় পেয়েছে। ২৮টি গুরুত্বপূর্ণ পদের মধ্যে প্রায় ২৩টি পদেই জয়লাভ করেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। গণমাধ্যম ও বিভিন্ন সাক্ষাৎকার থেকে পাওয়া যায়, সাধারণ মানুষ ডাকসু নির্বাচনের ফলাফলকে শুধু ছাত্ররাজনীতি মনে করছেন না, বরং এটি একটি বড় রাজনীতির রূপরেখার প্রাকদর্শন হিসেবেও দেখছেন। সম্প্রতি ইংরেজী দৈনিক নিউ এজের একটি বিশ্লেষণ বলেছে, ডাকসু নির্বাচন “দেশের সর্বাধিক প্রভাবশালী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ইসলামী ছাত্র রাজনীতি দ্রুত সংগঠিত...