ছাত্রদলের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন তিন শিক্ষক। নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত এ শিক্ষকরা। বৃহস্পতিবার বিকালে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে নির্বাচন বর্জনের কথা জানান, গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহরিন ইসলাম ও অধ্যাপক শামিমা সুলতানা। অধ্যাপক শামিমা সুলতানা বলেন, “এখানে নানান ধরনের অনিয়ম হয়েছে। আমরা গতকাল থেকেই শুনতে পাচ্ছিলাম, আপনারা ফেইসবুকে দেখেছেন- অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে। কেন অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হলো, নিশ্চয়ই এটার পেছনে উদ্দেশ্য আছে।” নির্বাচনের সময় নতুন নতুন ভোটার তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। “আমাদের মনে হয়েছে আজকে যে নির্বাচন হয়েছে সেটা একটা সাজানো নাটক। এই নাটক থেকে আমাদের সরে আসা...