আটক হননি বলে দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান। বহিরাগত হওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার তাকে হল থেকে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে তুলে দেওয়ার কথা জানিয়েছিলেন হলের প্রভোস্ট। এ বিষয়ে হাফিজুর রহমানের ভাষ্য, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ তেত্রিশ বছরের অচলায়তন ভেঙে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে জাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিছু অনাকাঙিক্ষত ঘটনার সৃষ্টি হয়েছে এবং তা নিয়ে কিছু কুচক্রীমহল বিশেষ করে জামায়াত-শিবিরের বটবাহিনী এটিকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য এবং তাদের সংশ্লিষ্ট কিছু মিডিয়ার মাধ্যমে ভুয়া তথ্য ছড়াচ্ছে। বৃহস্পতিবার সকালে সোহানের আটকের খবরটি গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সে বিষয়টি পরিষ্কার করার জন্য লাইভে এসে এসব কথা বলেন। সোহান বলেন, আমি আসলে নির্বাচনকে কেন্দ্র করে কয়েকদিন...