মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ ও ট্রাফিক বিভাগের তথ্য মতে, গেল ২০২৪-২৫ অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিলো ২১ হাজার ৪৫৬ টিউজ। আর চলতি অর্থ বছরের জুলাই ও আগষ্ট মাসে কন্টেইনার হ্যান্ডলিং করা হয় ৬ হাজার ৭৬৯ টিউজ। মোংলা বন্দর কতৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান মুন্সি জানান, গেল অর্থ বছরের চেয়ে চলতি অর্থবছরে বন্দরে কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি বেড়েছে। তাই দুই মাসে রেকর্ড পরিমান কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। তিনি বলেন, তাদের প্রত্যাশা গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে দ্বিগুন হবে এর পরিমান। মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনা কর্মকর্তা জহিরুল হক জানান, ব্যবসা বাণিজ্যের অনুকুল পরিবেশ ও নানা সুবিধা বিদ্দমান থাকায় দেশি বিদেশি আমদানি রপ্তানিকারকদের নজর এখন বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার দিকে। কারন, চট্রগ্রাম বন্দরের তুলনায় মোংলা বন্দর দিয়ে...