একেকটি মুহূর্ত মনে হচ্ছিল শেষ হওয়ার নয়। নেপালে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশ ফুটবল দল আটকে পড়ে অপ্রীতিকর অবস্থায়। তীব্র আন্দোলনের মুখে বাংলাদেশ দলের দেশে ফেরা হয়ে ওঠে অনিশ্চিত। শঙ্কার কালো মেঘ কাটিয়ে দেশে ফিরেছে দল। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন জাতীয় দলের ফুটবলাররা। বিকেল ৪টা ৪০ মিনিটে বীর উত্তম এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করেছে দল। সম্প্রতি নেপালে ছাত্র-জনতার আন্দোলনের জেরে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়। ফলে ফিফা টায়ার-১ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডুতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল, কর্মকর্তারা ও ক্রীড়া সাংবাদিকদের দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ফলশ্রুতিতে সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ...