দেশের বাজারে নিজেদের যাত্রার এক বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় ইলেকট্রিক মোটরসাইকেল ব্র্যান্ড রিভো বাংলাদেশ। এই বিশেষ উপলক্ষে প্রতিষ্ঠানটি ক্রেতাদের জন্য চালু করেছে ‘মেগা ক্যাশব্যাক” ক্যাম্পেইন। এ ক্যাম্পেইনে ক্রেতারা রিভোর সব মডেলের মোটরসাইকেলে উপভোগ করবেন নগদ ছাড়।মডেল অনুযায়ী ক্রেতারা ৩ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার সুবিধা নিতে পারবেন । ফলে, ক্রেতারা রিভোর এন্ট্রি-লেভেল থেকে শুরু করে প্রিমিয়াম রেঞ্জের বাইক, সব মডেলেই পাচ্ছেন সাশ্রয়ের সুযোগ।এই ক্যাম্পেইনের আওতায় রিভোর এ১২-এস ও সি৩২-ওয়াই মডেলের মোটরসাইকেল ক্রয়ে থাকছে ৩ হাজার টাকার ক্যাশব্যাক। আরও উন্নত ফিচার সমৃদ্ধ এ১০ ও এ১১ মডেলে থাকছে ৫ হাজার টাকার ছাড়। এছাড়াও, রিভোর ফ্ল্যাগশিপ মডেল ই৫২ -তে থাকছে সর্বোচ্চ ১২ হাজার টাকার ক্যাশব্যাক অফার, যা অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি দিচ্ছে উল্লেখযোগ্য সাশ্রয়ের সুযোগ।এ নিয়ে রিভো...