নিজস্ব প্রতিবেদক: টানা তিন দিন পতনের পর সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে দেখা মিলেছে ইতিবাচক প্রবণতা। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৫০.৬৩ পয়েন্ট, দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। সূচকের এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে আট কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে। সূচকে অবদান রাখা কোম্পানিগুলো হলো— ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়েটা, স্কয়ার ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স এবং সামিট পাওয়ার। একদিনেই এসব কোম্পানি সূচকে ১৯ পয়েন্টের বেশি যোগ করেছে। সবচেয়ে বড় অবদান রেখেছে ব্র্যাক ব্যাংক, যা একাই সূচকে ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৫০ পয়সায়। লেনদেনের দিন শেয়ারের দর ওঠানামা করেছে ৭১ টাকা...