দুবাইয়ে গতকাল আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপ শুরু করেছে ভারত। মাত্র ৫৭ রানে আমিরাতকে অলআউট করার পথে ৭ রানে ৪ উইকেট নেন কুলদীপ যাদব। সূর্যকুমার যাদবদের এর পরের ম্যাচ পাকিস্তানের সঙ্গে আগামী রবিবার। তার আগে দেশটিতে ম্যাচ বাতিলের দাবিতে জনস্বার্থ মামলা (পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন–পিআইএল) দায়ের করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চারজন আইনের শিক্ষার্থী এই পিটিশন দায়ের করেছেন। তাদের নেতৃত্বে আছেন উর্বশী জৈন। পিটিশনে বলা হয়েছে, গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের ভয়াবহ হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর ঘটনার পর এত দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন জাতীয় মর্যাদা ক্ষুণ্ন করছে। একই সঙ্গে এটি সাধারণ নাগরিক ও শহীদ সেনাদের আত্মত্যাগকেও অবমূল্যায়ন করছে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া পিটিশনে বলা হয়েছে, `সৈন্যদের আত্মদান, নাগরিকদের জীবন এবং জাতীয় স্বার্থের ঊর্ধ্বে হতে...