নেপালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে সরকারবিরোধী আন্দোলন আর সহিংসতার মধ্যে কাঠমান্ডুতে আটকা পড়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে আজ বিকেলে দেশে ফিরেছেন জামাল ভূঁইয়ারা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে বিকেল ৪ টা ৪০ মিনিটে জামালদের বহণ করা বিশেষ বিমান কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে অবতরণ করেছে। কাঠমান্ডু থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে করে জামালদের ঢাকায় নিয়ে আসা হয়েছে। নেপাল থেকে বাংলাদেশ সময় বেলা ২টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন হাভিয়ের কাবরেরা, জামাল ভূঁইয়ারা। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল ৩ সেপ্টেম্বর নেপাল সফরে যায়। এরপর সেখানে ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচও খেলে জামাল...