সাফল্যমণ্ডিত ও আলো ঝলমলে ক্যারিয়ারে আরেকটি স্বীকৃতি পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো। তারকা এই ফুটবলারকে ‘বেস্ট অব অল টাইম’ পুরস্কার দিয়েছে পর্তুগিজ ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা লিগা পর্তুগাল। পোর্তোয় বুধবার এক জমকালো অনুষ্ঠানে নানা ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। সেখানেই সর্বকালের সেরার সম্মাননাটি দেওয়া হয় ৪০ বছর বয়সী রোনালদোকে। পর্তুগালের ফুটবল ইতিহাসের মহাতারকা রোনালদো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। এক ভিডিওবার্তায় কৃতজ্ঞতা প্রকাশ করেন পাঁচবারের ব্যালন দ’র জয়ী। “সর্বকালের সেরা খেলোয়াড়ের এই পুরষ্কারের জন্য আমি লিগকে (লিগা পর্তুগাল) ধন্যবাদ জানাতে চাই। আমার কাছে দেশের জন্য কিছু জেতা অনেক বড় সম্মানের। দুর্দান্ত এই স্বীকৃতি পাওয়ার পথে আমার ক্যারিয়ার জুড়ে সহায়তা করেছেন আমার সতীর্থরা, কোচরা এ্ং যারা আমাকে আরও ভালো হতে সাহায্য করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।” অনেক আগে থেকেই আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা রোনালদো।...