ঢাকা:গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রায় ১৪ দিন পেরিয়ে গেলেও এতে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি সরকারের পক্ষ থেকে নুরুল হক নুরের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও এর অগ্রগতির কিছুই দেখা যাচ্ছে না। এ কথা বলেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি। হাসান আল মামুন বলেন, হামলার সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্য ও পুলিশ বাহিনীর কতিপয় সদস্য, মিডিয়ার মাধ্যমে সারা দেশের মানুষ দেখেছে—কী ন্যক্কারজনকভাবে হামলা হয়েছে। কিন্তু আজকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও তারা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন গঠন করতে দেখেছি। কিন্তু...