ঢাকা: গাজায় প্রায় ৫৫ হাজার গর্ভবতী নারী ভয়াবহ ও মানসিকভাবে আঘাতজনক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত এলাকায় প্রসব ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় এসব নারী চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে রয়েছেন।জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুযারিচ নিউইয়র্কে এক নিয়মিত ব্রিফিংয়ে জানান, স্বাস্থ্য ও নিরাপত্তাজনিত ঝুঁকি এবং চড়া পরিবহন ব্যয়ের কারণে অনেক পরিবারই নিরাপদ আশ্রয়ে যেতে পারছে না। খবর আল জাজিরা।দুযারিচ জোর দিয়ে বলেন, ইসরায়েলের জোরপূর্বক সরিয়ে নেয়ার নির্দেশ যুদ্ধরত পক্ষগুলোর বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেয়ার দায়িত্ব থেকে অব্যাহতি দেয় না।এদিকে টানা হামলার কারণে গাজার একাধিক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে।তার এই মন্তব্য আসে এমন সময়ে, যখন ইসরায়েলি সেনারা গাজা শহরে নতুন করে অভিযান জোরদার করেছে এবং ভারী গোলাবর্ষণের মধ্যেই হাজারো পরিবারকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে।নিউজজি/এস আর ঢাকা:...