‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার এক আলোচনা সভায় তিনি বলেছেন, বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না বলে যে সন্দহ অনেকের মনে রয়েছে, তাও অমূলক। সালাহউদ্দিন আহমদ বলেন, “কেউ কেউ জিজ্ঞেস করছে, প্রতিশ্রুতি যে বাস্তবায়ন হবে, তার গ্যারান্টি কী? প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্যেই বাংলাদেশের ইতিহাসে প্রথমবার সমগ্র পলিটিক্যাল পার্টিগুলো, শুধু ফ্যাসিবাদ বাদে, সরকার, জনগণ–সবাই মাসের পর মাস পরিশ্রম করতে করতে এখন এক বছর পার হয়ে গেছে এই ডকুমেন্টটা প্রণয়ন করতে; সেটা সমগ্র জাতি দেখেছে। “আমরা আমাদের প্রস্তাব দিয়েছি, প্রত্যেক পার্টি প্রস্তাব দিয়েছে। বিভিন্ন সংস্কার কমিশনের দিস্তায় দিস্তায় কাগজ আমরা পেয়েছি, আমরাও দিয়েছি, এগুলো ফ্রেম হচ্ছে, একটা ঐকমত্যে পৌঁছানোর মধ্য দিয়ে ফাইনালি সেটা এমবেড হচ্ছে.....