বিনোদন ডেস্কঃসনি লিভের প্রযোজনায় ‘জ্যাজ সিটি’ সিরিজে অভিনয় করছেন বাংলাদেশের আরিফিন শুভ, খবরটি পুরোনো। গত বছরের নভেম্বরে ভারতে শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন বাংলাদেশি এই তারকা। এই সিরিজসহ সনি লিভ তাদের অন্য সব সিরিজ সম্পর্কে ধারণা দিতে ২ মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে। এই ভিডিওতে বলিউডের প্রভু দেবা, রাভিনা ট্যান্ডনদের সঙ্গে দেখা গেছে বাংলাদেশের আরিফিন শুভকে। ইউটিউবে মন্তব্যের ঘরে বেশির ভাগ মানুষ প্রশংসা করেছেন আরিফিন শুভর। তাঁরা বাংলাদেশি এই তারকাকে একেবারে ভিন্ন লুকে পেয়েছেন বলে মন্তব্য করেছেন। ‘স্টোরিজ দ্যাট লিভ অন’ শিরোনাম দিয়ে ইউটিউবে ২ মিনিট ৩০ সেকেন্ডের ভিডিও ক্লিপ প্রকাশ করা হয়েছে। এটি টিজার নাকি ট্রেলার, সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘“জ্যাজ সিটি”র অন্য অপেক্ষায় রইলাম।’ আরেকজন লিখেছেন, ‘সনি লিভের সিরিজে আরিফিন শুভকে...