উচ্চপদস্থ মার্কিন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, দোহায় রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে নেওয়া এই হামলার সিদ্ধান্ত “সঠিক নয়”। তিনি আরও বলেন, “হামলার খবর আমাকে ইসরাইল নয়, মার্কিন সামরিক বাহিনী থেকেই জানতে হলো, যা অত্যন্ত রাগান্বিত করেছে। পাশাপাশি, হামলা এমন এক দেশে ঘটেছে যা মার্কিন মধ্যস্থতায় গাজা যুদ্ধ সমাপ্তির চেষ্টা করছে।” নেতানিয়াহু জানান, হামলা চালানোর জন্য তার কাছে সীমিত সময় ছিল এবং সেই সুযোগটি গ্রহণ করা হয়েছে। আরও পড়ুনআরও পড়ুনকাতারের পর এবার ইয়েমেনে ইসরাইলি হামলা, নিহত ৩৫ এরপর একটি দ্বিতীয় ফোনালাপ হয়, যা বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এই সময় ট্রাম্প নেতানিয়াহুকে জিজ্ঞেস করেন, হামলা সফল হয়েছে কি না, কিন্তু নেতানিয়াহু নিশ্চিত উত্তর দিতে পারেননি। পরবর্তীতে হামাস নিশ্চিত করেছে যে তাদের নেতৃত্ব হামলায় বেঁচে গেছে। তবে হামলায় হামাসের পাঁচ সদস্য এবং...