অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের প্রথম সিপিএল যাত্রা শেষ হয়েছিল হতাশার মধ্য দিয়ে। কিন্তু দ্বিতীয় আসরেই দলটি লিখে ফেলল নতুন ইতিহাস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে হারিয়ে তারা জায়গা করে নিয়েছে এবারের প্লে-অফে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রভিডেন্স স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে বল হাতে দাপট দেখায় অ্যান্টিগা। জেইডেন সিলসের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় গায়ানা। সিলস একাই শিকার করেন ৪ উইকেট, তাকে যোগ্য সঙ্গ দেন পাকিস্তানি লেগস্পিনার উসামা মির, যিনি নেন ৩ উইকেট। সাকিব আল হাসানও বল হাতে নিয়েছেন ১টি উইকেট।আরো পড়ুন:বড় জয়ে শুরু ভারতেরভারতের বোলিং তোপে ৫৭ রানেই শেষ আমিরাতের ইনিংস তবে রান তাড়ায় নেমেই বিপাকে পড়ে সাকিবের দল। স্কোরবোর্ডে মাত্র ৩৬ রান উঠতেই অ্যান্টিগা হারায় ৫ উইকেট। সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেনার আমির জাঙ্গু। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি...