ইউটিউব তাদের ‘মাল্টি ল্যাঙ্গুয়েজ অডিও ফিচার’ চালুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গত দুই বছরের পরীক্ষামূলক কার্যক্রম শেষে এবার বিশ্বের লাখ লাখ ইউটিউবার ভিডিওতে একাধিক ভাষায় ডাব করতে পারবেন। এটি তাদের বৈশ্বিক দর্শক বাড়াতে সাহায্য করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে ফিচারটি সবার জন্য উন্মুক্ত হবে। ২০২৩ সালে প্রথম সীমিত পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ফিচার ব্যবহারের সুযোগ পেয়েছিলেন জনপ্রিয় ক্রিয়েটর মিস্টার বিস্ট, মার্ক রোবার এবং শেফ জেইমি অলিভারসহ কয়েকজন। তখন কনটেন্ট ক্রিয়েটরদের থার্ড পার্টির ডাবিং সেবার ওপর নির্ভর করতে হত। পরে ইউটিউব গুগলের জেমিনাই প্রযুক্তি ব্যবহার করে একটি এআইনির্ভর স্বয়ংক্রিয় ডাবিং টুল চালু করে যা ক্রিয়েটরের স্বর ও আবেগ অনুকরণ করে ভিন্ন ভাষায় কণ্ঠ দিতে পারে। ফিচারটি ব্যবহার করে ক্রিয়েটররা উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট টেক ক্রাঞ্চ।...