কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকাল থেকেই তাদের আগমনের অপেক্ষা ছিল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ সি-১৩০বি ফ্লাইটে বিকেল ৪টা ৪০ মিনিটে বিমানটি ঢাকার কুর্মিটোলা এ কে খন্দকার ঘাঁটিতে অবতরণ করে। একই বিমানে ফিরেছেন বাংলাদেশ থেকে নেপালে গিয়ে ম্যাচ কভার করতে যাওয়া ক্রীড়া সাংবাদিকরাও। বিমান বাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে, নেপালে অস্থিতিশীল পরিস্থিতিতে অবস্থানরত বাংলাদেশ জাতীয় ফুটবল দল বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটের মাধ্যমে সফলভাবে দেশে প্রত্যাবর্তন করেছে। ফুটবল দল নেপালে ৩ সেপ্টেম্বর দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ গোলশূন্য ড্র হয়। ৯ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল দ্বিতীয় ম্যাচ, কিন্তু কাঠমান্ডুর হোটেলে সরকারবিরোধী আন্দোলন ও সহিংসতার কারণে এটি বাতিল করতে হয়েছে। দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান...