তরুণ প্রজন্মের ক্ষোভ, রাজনৈতিক পরিবারতন্ত্রের প্রতি বিতৃষ্ণা আর দুর্নীতির দীর্ঘশ্বাসÑ সব মিলিয়ে নেপালের রাজপথ এখন এক নতুন প্রশ্নের সামনে দাঁড়িয়ে নেপালের রাজনীতি আবারও উত্তাল। সহিংস বিক্ষোভ আর তরুণদের বিদ্রোহী গ্রোতের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে হলো কে পি শর্মা অলিকে। তার বিদায়পত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল, যিনি এখন সেনাবাহিনীর সুরক্ষায় অবস্থান করছেন। অলি-অধ্যায়ের অবসানে নেপালজুড়ে ছড়িয়ে পড়েছে এক অচেনা শূন্যতা, অনিশ্চয়তার ভারি ছায়া। তরুণ প্রজন্মের ক্ষোভ, রাজনৈতিক পরিবারতন্ত্রের প্রতি বিতৃষ্ণা আর দুর্নীতির দীর্ঘশ্বাস—সব মিলিয়ে নেপালের রাজপথ এখন এক নতুন প্রশ্নের সামনে দাঁড়িয়ে: অলির পতনের পর দেশটি কোন পথে এগোবে, আর কার হাতে উঠবে ভবিষ্যতের নেতৃত্বের পতাকা? প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে—কে পি শর্মা অলির পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। তবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা রক্ষার স্বার্থে...