অল্প সময়ের জন্য ইলন মাস্ককে সরিয়ে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি খেতাব পেয়েছেন ল্যারি এলিসন। মার্কিন সফটওয়্যার কোম্পানি ওরাকল-এর সহ-প্রতিষ্ঠাতা ও কোম্পানিটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা এলিসন। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বুধবার সকালে এলিসনের সম্পদ বেড়ে ৩৯ হাজার তিনশ কোটি ডলারে পৌঁছায়, যা মাস্কের ৩৮ হাজার পাঁচশ কোটি ডলার সম্পদের চেয়ে বেশি ছিল। বিবিসি লিখেছে, এলিসনের বেশিরভাগ সম্পদ এসেছে ওরাকলের শেয়ারের মাধ্যমে। সম্প্রতি কোম্পানিটির শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়ে যায়। কোম্পানির এ শেয়ার মূল্য বেড়ে যাওয়ার পেছনে রয়েছে কোম্পানির ক্লাউড অবকাঠামো ব্যবসা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত চুক্তি নিয়ে তাদের আশাজাগানিয়া পূর্বাভাস। ওরাকলের শেয়ার দাম বাড়ার কারণে এলিসনের সম্পদের পরিমাণও বেড়েছে। তবে দিনের শেষে ওরাকলের শেয়ারের দাম কিছুটা কমে গিয়ে আগের সেই লাভের কিছু অংশ হারায় কোম্পানিটি। ফলে এলিসনের মোট সম্পদও...