পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক তিন অভিযানে অন্তত ১৯ জন সন্ত্রাসী নিহত হয়েছেন বলে দেশটির সামরিক বাহিনী জানিয়েছে। পাকিস্তান সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, “৯-১০ সেপ্টেম্বরে খাইবার পাখতুনখওয়া প্রদেশে তিনটি পৃথক অভিযানে ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল খাওয়ারিজের ১৯ জন খাওয়ারিজকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে।” পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, বিবৃতিতে ‘ফিতনা আল খাওয়ারিজ’ বলে যে নামটি উল্লেখ করা হয়েছে তা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবানকে বোঝাতে ব্যবহার করে পাকিস্তান সামরিক বাহিনী। তারা বেলুচিস্তানের প্রদেশ ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ বলে উল্লেখ করে। এর মাধ্যমে পাকিস্তানের জঙ্গি ও বিদ্রোহী গোষ্ঠীগুলো তৎপরতার ক্ষেত্রে ভারতের কথিত ভূমিকার দিকে ইঙ্গিত করা হয়। আইএসপিআর জানিয়েছে, গোয়েন্দা সূত্রে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে খাইবার পাখতুনখওয়ার মোহমন্দ জেলায় একটি অভিযান চালানো হয়। বিবৃতিতে...