ঘটা করে জন্মদিন উদ্যাপন কখনই করেন না অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। প্রিয়জনদের আবদারেও সেই ধারাবাহিকতা ভাঙেননি তিনি। আর দশটা দিনের মতো আজও ঘরের কাজ করতে করতে দিনটা কাটাবেন। কীভাবে উদ্যাপন করবেন জন্মদিন? জানতে চাইলে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘কাছের মানুষরা ছোট করে আয়োজন করতে চেয়েছিল। আমি মানা করে দিয়েছি। কাজ করতে করতে দিনটা কেটে যাক।’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব পেয়েছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমবার কর্মস্থলে গিয়ে বিব্রত হয়েছিলেন তিনি। সেই থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। তবে ফেসবুকে সরব এই অভিনেত্রী একাকী জীবনযাপনের কথা জানিয়েছেন বন্ধু ও...