কাজের সুযোগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির অধীন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ১২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকেই আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।চলুন, একনজরে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিই—পদের নাম ও বিবরণ১. সিস্টেম অ্যানালিস্টপদসংখ্যা : ১বয়স : অনূর্ধ্ব ৪০ বছরসাকল্যে বেতন : ৬৬ হাজার টাকা২. প্রোগ্রামারপদসংখ্যা : ১বয়স : অনূর্ধ্ব ৩৫ বছরসাকল্যে বেতন : ৫৬ হাজার ৫২৫ টাকা৩. সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলীপদসংখ্যা : ১বয়স : অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন : ৩৫ হাজার ৬০০ টাকা৪. প্রশাসনিক কর্মকর্তাপদসংখ্যা : ১বয়স : অনূর্ধ্ব ৩২ বছরসাকল্যে বেতন : ২১ হাজার ৭০০ টাকা৫. কম্পিউটার অপারেটরপদসংখ্যা : ১২০ (কমবেশি)বয়স : অনূর্ধ্ব...