মেক্সিকো সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে ইস্তাপালাপা-চালকো সীমান্তে একটি গ্যাসবাহী ট্যাংকার ট্রাক উল্টে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের পর আশপাশের গাড়িগুলোতে আগুন ধরে যায়। ড্রোন ফুটেজে দেখা গেছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।মেক্সিকো সিটির মেয়র ক্লারা ব্রুগাদা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন যে আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সিভিল প্রটেকশন প্রধান মিরিয়াম উরসুয়া জানিয়েছেন, বেশ কয়েকজনের শরীরে গুরুতর দগ্ধের চিহ্ন রয়েছে। নিরাপত্তা মন্ত্রী পাবলো ভাজকেস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু মানুষ জ্বলন্ত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে।মেক্সিকোতে মালবাহী ট্রেনের সঙ্গে দোতলা বাস সংঘর্ষে নিহত ১০কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটিতে প্রায় ৫০ হাজার লিটার তরল গ্যাস ছিল। দুর্ঘটনায় অন্তত ১৮টি গাড়ি ক্ষতিগ্রস্ত...