জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা অভিযোগ করেন, পুরো নির্বাচনী প্রক্রিয়ায় প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, ভোটকেন্দ্র দখল, ভুয়া ভোট প্রদান, ভোটার তালিকায় ছবির অনুপস্থিতি এবং তাদের এজেন্টদের ওপর শারীরিক হামলার মতো ঘটনা একের পর এক ঘটেছে। এসব ঘটনার ফলে শিক্ষার্থীদের প্রকৃত রায় প্রকাশের সুযোগ বাধাগ্রস্ত হয়েছে, আর ফলাফল আগেই সাজানো ছিল বলে তাদের দাবি। বিএনপি সমর্থিত প্যানেলের এক প্রার্থী বলেন, “নির্বাচনের দিন সকাল থেকেই আমাদের এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা প্রবেশ করেছেন, তাদের অনেককে ভয়ভীতি দেখানো হয়েছে...