১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৭ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পিএম বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক সোর্সিং ও শিপিং সেবায় নতুন মাত্রা যোগ করলো স্কাইবাই। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি ৩/এ এর ওয়াসিস-এ আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রত্যাশিত অ্যাপল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে। অনুষ্ঠানে স্কাইবাই চায়না ও বাংলাদেশ টিম উপস্থিত ছিলেন। বক্তারা উদ্যোক্তাদের জন্য সহজে ব্যবসা শুরু করা, সেরা সেবা প্রদান, দক্ষতার সঙ্গে পণ্য সংগ্রহ এবং নির্ভরযোগ্য শিপমেন্ট সেবা নিশ্চিত করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কাইবাই-এর প্রতিষ্ঠাতা ও সিইও রাসেল বিন আহাদ, চেয়ারম্যান শারমিন আক্তার, চায়নার ডিরেক্টর শি ডেন (লুনা), বাংলাদেশ লজিস্টিক ডিরেক্টর তানভীর আহমেদ এবং অপারেশন ম্যানেজার রাজিবুল ইসলাম। তারা সবাই নতুন উদ্যোক্তাদের জন্য স্কাইবাই-এর ভিশন ও পরিকল্পনা তুলে ধরেন। প্রতিষ্ঠানটি জানায়,...