১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৩ পিএম ক্যান্সারের চিকিৎসায় ওষুধের প্রতিরোধ ক্ষমতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে যুগান্তকারী গবেষণার স্বীকৃতিস্বরূপ ৪০ বছরের কম বয়সী বিজ্ঞানী হিসেবে মুস্তাফা পুরস্কার লাভ করেছেন ইরানি নারী বিজ্ঞানী সেপিদে মির্জায়ি-ভারজেগানি। এই নবপ্রতিষ্ঠিত পদকটি প্রথম যারা পেয়েছেন, তেহরানের ইসলামিক আজাদ ইউনিভার্সিটির বিজ্ঞান ও গবেষণা শাখার সেল এবং ডেভেলপমেন্টাল বায়োলজির সহকারী অধ্যাপক ভারজেগানি তাদের মধ্যে অন্যতম। এই পুরস্কারটি প্রতি দুই বছর অন্তর বিজ্ঞান উৎসবে প্রদান করা হয়।২০১২ সালে প্রতিষ্ঠিত মুস্তাফা পুরস্কারকে ইসলামিক বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার হিসেবে গণ্য করা হয়। ২০১৫ সাল থেকে, এই পুরস্কার তিনটি প্রধান বিভাগে অসামান্য অবদান রাখা গবেষকদের প্রদান করা হচ্ছে। তা হলো- জীবন ও চিকিৎসা বিজ্ঞান এবং প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ বিজ্ঞান এবং প্রযুক্তি, এবং মৌলিক...