নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্র্যাটিক প্রার্থী হিসেবে এগিয়ে থাকা জোহরান মামদানী ফিফার পরিকল্পিত ডায়নামিক প্রাইসিংয়ের বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি ‘গেম ওভার গ্রিড’ শিরোনামে একটি পিটিশন চালু করেছেন, যেখানে ২০২৬ বিশ্বকাপের টিকিট বিক্রিতে এই নীতি বাতিলের দাবি জানানো হয়েছে। ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এর মধ্যে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে আটটি ম্যাচ, যার মধ্যে ফাইনালও রয়েছে। যদিও ফিফার আয়োজক শহরের চুক্তি রয়েছে নিউইয়র্ক সিটি এবং নিউ জার্সি—দুটির সঙ্গেই। সাম্প্রতিক নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির জরিপে দেখা গেছে, মেয়র নির্বাচনে মামদানী বর্তমানে ৪৬ শতাংশ ভোটে এগিয়ে আছেন, যেখানে দ্বিতীয় স্থানে থাকা অ্যান্ড্রু কুওমো পেয়েছেন মাত্র ২৪ শতাংশ। ফলে তাঁর কণ্ঠস্বর এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফিফা ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে, তারা ডায়নামিক প্রাইসিং মডেল ব্যবহার করবে।...