বিশ্বের বৃহত্তম জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো চলতি শতাব্দীতে শত শত তাপপ্রবাহ আরও তীব্র করেছে বলে আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ন্যাচার এ প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে। এসব তাপপ্রবাহে বিশ্বব্যাপী ৫ লক্ষের অধিক মানুষ প্রাণ হারিয়েছে। গতকাল বুধবার প্রকাশিত গবেষণায় দেখা গেছে, মাত্র ১৪টি কোম্পানি এমন দূষণ ঘটিয়েছে যা ৫০টিরও বেশি তাপপ্রবাহ সৃষ্টি করেছে। গবেষণায় ২০০০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে সংঘটিত ৬৩ দেশের ২১৩টি তাপপ্রবাহ বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। তাতে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে এসব তাপপ্রবাহ কতটা ঘন ঘন ও তীব্র হয়েছে। এসব তাপপ্রবাহ আরও জটিল হওয়ার ক্ষেত্রে ১৮০টি বৃহৎ জীবাশ্ম জ্বালানি ও সিমেন্ট কোম্পানির অবদান ছিল অনেক বেশি। এসব কোম্পানিকে বৈশ্বিকভাবে কার্বন মেজর হিসেবে চিহ্নিত করা হয়। প্রথমবারের মতো এই গবেষণা নির্দিষ্ট কোম্পানিগুলোকে সরাসরি প্রাণঘাতী তাপপ্রবাহের সঙ্গে যুক্ত করেছে—যেমন ২০২১ সালের...