নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নির্ধারণে আজ আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা হচ্ছে দেশটির সেনাবাহিনী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল ও আন্দোলনকারী জেন-জেড প্রতিনিধিদের মধ্যে।খবর দ্য হিমালয়ান টাইমসের। সূত্র জানায়, জেন-জেড আন্দোলনের নেতারা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পদে একমাত্র প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আজকের বৈঠকে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে পারে। প্রথমে কারকির সহযোগীদের সঙ্গে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বৈঠক হবে। সেনাপ্রধান অশোক রাজ সিগদেলও উপস্থিত থাকবেন। এরপর পরিস্থিতি অনুযায়ী আলোচনা প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে গড়াতে পারে। কাঠমান্ডু মেট্রোপলিটন সিটির মেয়র বালেন শাহও কারকি প্রার্থিতায় সমর্থন জানিয়েছেন। এই পদক্ষেপ তাকে জেন-জেড আন্দোলনের ঐক্যবদ্ধ প্রার্থী হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। জেন-জেডদের আন্দোলনে সরকার পতনের পর...