এশিয়া কাপে প্রথমবার খেলছে আট দল। টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিন আজ প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জয় দিয়ে আসর শুরুর প্রত্যাশা নিয়ে গ্রুপ বি’তে হংকং-এর বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ২০ ওভারের ম্যাচটি। টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে দুইবার আর টি-টোয়েন্টি ফরম্যাটে একবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে দুইবার ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে একবার শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছিলো লাল-সবুজের দল। কিন্তু টুর্নামেন্টে শিরোপা জেতা হয়নি বাংলাদেশের। আগের ১৬ আসরে শিরোপার স্বাদ পেয়েছে তিন প্রতিবেশী ভারত আটবার, শ্রীলংকা ছয়বার এবং পাকিস্তান দুইবার। ১৭তম এশিয়া কাপের ট্রফিটা এবার জিততে চায় লিটন দাসের দল। সে লক্ষ্যে শ্রীলংকা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডসকেও টি-টোয়েন্টি সিরিজে পরাস্ত করে আত্মবিশ্বাসে চাঙ্গা ফিল সিমন্সের শিষ্যরা। আজ বি গ্রুপে...