ফারাহ খান চেয়েছিলেন তার ‘ওম শান্তি ওম’-এর জনপ্রিয় ‘দেওয়াঙ্গি’ গানে অমিতাভ বচ্চনও থাকুন! কিন্তু দুঃখজনকভাবে তিনি থাকেননি! এ বিষয়ে পরে এক সাক্ষাৎকারে ফারাহ বলেছিলেন, অমিতাভ বচ্চন পারিবারিক কারণে ব্যস্ত ছিলেন এবং আসতে পারেননি। ‘ওম শান্তি ওম’ বলিউডের অন্যতম আইকনিক চলচ্চিত্র। শাহরুখ খান অভিনীত এবং দীপিকা পাড়ুকোনের অভিষেক ঘটানো এই ছবি অনেকের প্রিয় তালিকায় শীর্ষে রয়েছে। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ছিল ‘দেওয়াঙ্গি’ গানটি- যেখানে ৭০, ৮০ এবং ৯০–এর দশকের বহু তারকা একসাথে হাজির হয়েছিলেন। তবে জানেন কি, কোন কারণে অমিতাভ বচ্চন এতে অংশ নিতে পারেননি? এক পুরোনো বিটিএস ভিডিওতে ফারাহ খান ‘দেওয়াঙ্গি’ গানটির কোরিওগ্রাফি প্রসঙ্গে বলেন, প্রায় ৩১ জন তারকাকে একসঙ্গে নিয়ে গানটি তৈরি করা তার জন্য স্বপ্নপূরণের মতো ছিলো। বিশেষ করে ৭০ এর দশকের প্রিয় শিল্পী রেখা, ধর্মেন্দ্র, জিতেন্দ্র এবং...