জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচন বর্জনের পর প্রতিক্রিয়া জানিয়েছেন শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম। বৃহস্পতিবার বেলা সাড়ে ৪টার দিকে মওলানা ভাসানী হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাজহারুল ইসলাম। সেখানে সাংবাদিকরা জাকসু নির্বাচন কমিশন শিবিরকে জিতাতে কারসাজি করছে বলে বিএনপির অভিযোগের বিষয়ে তার মন্তব্য জানতে চান। উত্তরে শিবিরের জিএস পদপ্রার্থী মাজহারুল বলেন, “এটা খুবই হাস্যকর ও অনঅভিপ্রেত। আমরা আশা করি, শিক্ষার্থীরা যথেষ্ঠ বিচক্ষণ এই প্রশ্নের উত্তর দেয়ার জন্য।” এর আগে ভোটগ্রহণ শেষ হওয়ার দেড় ঘণ্টা আগে বেলা সাড়ে ৩টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী...