অন্তর্বর্তী সরকারের সময়ে অপরাধের পরিসংখ্যান নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দাবি, হত্যা, নারী ও শিশু নির্যাতন, অপহরণসহ সহিংস অপরাধের সংখ্যা বেড়েছে বলে যে চিত্র দেখা যাচ্ছে, তার বড় অংশই আসলে বিগত সরকারের সময়ে দমনকৃত ও রেকর্ডবিহীন থাকা মামলার পুনঃনথিভুক্তির ফল। তাদের দাবি, চুরি, ডাকাতি ও দাঙ্গার মতো সাধারণ অপরাধ কমেছে। এটিকে সরকারের ইতিবাচক সাফল্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি এখন একটি বড় সমস্যা। মাঠপর্যায়ের চিত্র বলছে, দেশজুড়ে একটি অস্থিরতা ও নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। হত্যা, নারী ও শিশু নির্যাতন, এবং অপহরণের মতো অপরাধ মানুষকে উদ্বিগ্ন করেছে। প্রেস উইংয়ের দাবি, বর্তমান হত্যার সংখ্যা বাড়ার পেছনে পূর্ববর্তী শাসনামলে দমনকৃত ও রেকর্ডবিহীন মামলাগুলোর পুনঃনথিভুক্তি একটি বড় কারণ। এই ব্যাখ্যা কিছুটা সত্য হলেও, সমস্যার গভীরতাকে পুরোপুরি উপেক্ষা...