জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের সময় শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ প্রায় এক ঘণ্টা স্থগিত থাকার ঘটনা ঘটেছে। এছাড়া, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতিকে আটক করা হয়েছে। অতিরিক্ত ব্যালট পেপার সরবরাহের অভিযোগ এবং ভোটার তালিকার ত্রুটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোট স্থগিত ও শিক্ষার্থীদের ক্ষোভ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মাস্টার্সের ভোটার তালিকায় ভোটারদের ছবি থাকলেও অনার্সের ভোটার তালিকায় কোনো ছবি সংযুক্ত করা হয়নি। এই ত্রুটির কারণে ভোটারদের পরিচয় যাচাইয়ে জটিলতা সৃষ্টি হয়। এছাড়া, ভোট প্রদানের সময় বৃদ্ধাঙ্গুলিতে কালি দিয়ে দাগ না দেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ফলে, শিক্ষার্থী ও হল...